নামাজ ভঙ্গের কারনসমূহ

by Techcrafts Bangla


Lifestyle

free



যে সকল কারনে নামায ভঙ্গ হয় যে সকল কাজ দ্বারা নামায নষ্ট হয়।তাকে “মোফছেদাতে নামাজ” বলে । ঐরূপ কাজ করিলে নামায পুনরায় পড়তে হয় ।আমরা মুসলমান আর একজন মুসলমান হিসেবে সবারই উচিৎ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা।কারণ মানুষের মৃত্যুর পর সর্ব প্রথম আল্লাহতাআলা নামাযের হিসাব নিবেন।কিন্তু আমরা অনেকেই নামাযের সঠিক নিয়ম কানুন জানিনা।যার কারণে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না আমাদের নামাজ হয়েছে কি না।কারণ নামাযের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজ গুলোর কারনে আমাদের নামাজ হবে না।পুনরায় সহি করে নামাজ আদায় করতে হবে।আমারা যদি কারণ গুলো না জানি তাহলে নামাজ পরলেও তা লাভ নেই। তাই কি কারণে নামাজ ভঙ্গ হয় তার কারণ গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের অ্যাপটি মাধ্যমে আপনাদের সে সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।কারণ জেনে নিলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন কতটুকু নামায সহি হয়েছে।নিজের দিকে শত ভাগ ঠিক থাকুন কবুল করার মালিক আল্লাহ।আল্লাহ তায়ালা সবাইকে সহি শুদ্ধ ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ার তৌফিক দান কুরুন। আমিনঅ্যাপটি ভালো লাগলে ৫ স্টার দিয়ে আপনার মতামত দিন।কোথাও ভুল হয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।ভুল হলে পরামর্শ দিন।